আগ্নেয় অস্ত্র হাত বদল করতে এসে মুর্শিদাবাদের ছয়ঘড়ি পীরতলা এলাকা থেকে বুধবার দৌলতাবাদ থানার পুলিশের জালে দুই জন। ধৃতরা, বিক্রম সিংহ ও সঞ্জিত সিংহ নামের দেওনাপুর, বৈষ্ণবনগর থানা, মালদা জেলার বাসিন্দা । তাদের, কাছ থেকে দুইটি 7.65 এম এম পিস্তল, ও 10 (দশ) রাউন্ড গুলি, 04 পিস ম্যাগাজিন। এই অস্ত্র উদ্ধারে পুলিশের সাফল্য বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার তাঁদের বহরমপুর জেলা আদালতে তোলার ব্যবস্থা করা হয়েছে। কোন উদ্দেশ্যে তাঁরা আগন অস্ত্র পাচার করছিল কাকেই বা দিতে এসেছিল সে বিষয় নিয়ে সম্পূর্ণ তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ।