Farakka Police Station : ফরাক্কা থানার জয়রামপুরে প্রকাশ্যেই অবৈধভাবে রমরমিয়ে চলছিল মাটির কারবার। খবর পেয়ে সেই জয়রামপুরের বাগানে অভিযান চালিয়ে মাটি কাটা বন্ধ করলো ফরাক্কা থানার পুলিশ। আটক করা হয়েছে পাঁচটি ট্রাক্টর, একটি জেসিবি মেশিন। গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ফরাক্কা থানার অন্তর্গত জয়রামপুর এলাকায় একটি বাগানে অবৈধভাবে মাটি কাটার কাজ চলছিল। স্থানীয় বাসিন্দারা ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছিলেন না। অভিযোগ, প্রকাশ্যে এভাবে মাটি কাটা চললেও নজর ছিল না ব্লক ভূমি সংস্কার দফতর থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তাদের। যদিও ফারাক্কা থানার পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার মাটি কাটার খবর আসতেই কার্যত জয়রামপুরে অভিযান চালায় ফরাক্কা থানার পুলিশ। তারপরই বাজেয়াপ্ত করা হয় ট্রাক্টর, জেসিবি। গ্রেপ্তার করা হয় চারজনকে।