সামসেরগঞ্জ থানার বড়সড় সাফল্য। বিপুল পরিমাণ জালনোট সহ এক যুবককে গ্রেফতার করল সামসেরগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার রাতে সামসেরগঞ্জের নতুন ডাকবাংলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশ জানিয়েছে, ধৃত ওই যুবকের নাম মুকেশ কুমার(২৫)। তার বাড়ি বিহার রাজ্যের সিতামারী এলাকায়। ধৃত যুবকের কাছ থেকে মোট ২ লক্ষ টাকার জালনোট বাজেয়াপ্ত করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ। নোট গুলো সবকটিই পাঁচশো টাকার বলেই জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। বুধবার ধৃতকে আদালতে পাঠায় পুলিশ। জালনোট কারবারের সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে এবং কাকে কোথায় দেওয়ার উদ্দেশ্যে জালনোট গুলো নিয়ে যাচ্ছিল ওই যুবক তা তদন্ত করে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ। এদিকে হাত বদলের আগেই বিপুল পরিমাণ জালনোট উদ্ধার করায় সামসেরগঞ্জ থানার পুলিশের প্রশংসা করেছেন সাধারণ মানুষ।
best bhalo hoyeche