দুই ষাঁড়ের তুমুল লড়াই

মালদা -নালগোলা রাজ্য সড়কে বুলবুলচন্ডী হাসপাতাল রোড সংলগ্ন রাজ্য সড়কের উপরে দুই ষাঁড়ের তুমুল লড়াই থমকে গেল যানচলাচল এর জেরে রাজ্য সড়কের উপর সাময়িক যানজট সৃষ্টি হয়, এই লড়াই ছুটাতে বাস লাঠি ও মশাল জালীয়ে এলাকার মানুষ রীতি মতন হিমশিম খাচ্ছিলেন, এরপরে খবর পেয়ে ছুটে আসেন হবিবপুর থানার আই সি সুবীর কর্মকার, তিনি ঘটনাস্থল থেকে সাধারণ মানুষদের সরিয়ে তিনি নিজে এবং পুলিশ কর্মীদের সাথে নিয়ে দুই ষাঁড়ের লড়াই থামাতে ময়দানে নেমে পড়েন প্রাণের ঝুঁকি নিয়ে, বেশ কিছুক্ষণ ধরে চলে দুই ষাঁড়ের লড়াই থামানোর চেষ্টা অবশেষে দুই ষাঁড়ের লড়াই থামাতে সক্ষম হন, হবিবপুর থানার আইসি সুবীর কর্মকার|

স্থানীয় এক ব্যবসায়ী মুকেশ ঘোষ জানিয়েছেন ষাঁড় দুটি লড়াই থামাতে প্রথমে ওদের গায়ে জল ছেটানো হয়, তাতে লড়াই থামানো যায়নি। শেষ পর্যন্ত মশাল জ্বালাতেও লড়াই থামেনি এই ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত হয়েছিলেন, তবে হবিবপুর থানার আইসির তৎপরতাই ষাঁড়ের গায়ে কোন আঘাত না দিয়েই লড়াই থামালেন এই ঘটনায় এলাকাবাসীরা সাধুবাদ জানিয়েছেন আই সি সুবীর কর্মকারকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *