ওন লাইন গেম খেলাকে কেন্দ্র করে এক নাবালককে অর্ধনগ্ন করে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে চার বন্ধুর বিরুদ্ধে। এই ঘটনার পরে মৃতের পরিবারের সদস্যরা চার নাবালকের শাস্তির দাবি জানিয়েছেন। মৃতের পরিবারের পাশাপাশি, এলাকার স্থানীয় বাসিন্দারাও এই চার নাবালকের শাস্তি দাবি করেছেন।পাড়া প্রতিবেশীরা তাদের বাচ্চাদের নিয়ে চিন্তিত কারন চার বন্ধু মিলে যে ঘটনাটি ঘটিয়েছে তাতে বাচ্চাদের কে বাড়ির বাইরে ছাড়তে ভয় পাচ্ছে। গত সোমবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার ফারাক্কাতে এক অন্ধ নগ্ন অবস্থায় নাবালকের মৃতদেহ উদ্ধার করে।তারপরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। মৃত পাপাই এলাকাতে শান্তশিষ্ট হিসেবেই পরিচিত ছিল সকলকে সম্মান করতো এবং তার বন্ধুরা এই ঘটনার পরে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিল বলেই অভিযোগ মৃতের পরিবারের। ঘটনার পরে অন্য অভিভাবকরাও এখন আতঙ্কিত হয়ে পড়েছে। কারণ পরিবারের সন্তানরা বর্তমানে মোবাইল ফোনের উপরে আকৃষ্ট। তারাও তাদের বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করে। আর এই ঘটনা যে পুনরাবৃত্তি হবে না তা নিয়েই তীব্র চিন্তিত এলাকার বাসিন্দারা।
পুলিশ সুত্রে জানাযায়, পুলিশ ঘটনার তদন্ত শুরু করে জানতে পারে এই ঘটনার সঙ্গে যুক্ত আছে এলাকারই চার বন্ধু। মোবাইলে ওন লাইন গেম খেলাকে কেন্দ্র করে হ্যাকিং এর শিকার হয় নাবালক। খুন হয় নাবালক। সেই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে বলে জানাযায়।